ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে বিএনপি: হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৫, ০২:২৬ দুপুর  

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে আন্তরিক।”

তিনি আরও অভিযোগ করেন, নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা একটি সন্ত্রাসী সংগঠন।

জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলমান থাকতেই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন আবারও লন্ডন সফরে গেছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বামী ডেভিড বাফ। যদিও এটিকে ‘ব্যক্তিগত সফর’ বলা হলেও কূটনৈতিক মহলে এ নিয়ে নানামুখী গুঞ্জন চলছে।

বিশ্বাসযোগ্য একটি সূত্র জানায়, এই সফরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে ট্রেসির বৈঠক হতে পারে। আলোচনার বিষয়বস্তু হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ট্রেসি অ্যান জ্যাকবসন লন্ডন সফরকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন বিএনপির নির্বাচনী পরিকল্পনা, সরকার গঠন নিয়ে তাদের ভাবনা এবং নির্বাচন কমিশনের ঘোষিত রূপরেখা নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবীরের দাবি অনুযায়ী, এবারও একই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনাই হতে পারে তারেক-ট্রেসির মধ্যে।


বাংলাধারা/এসআর