ফ্লোটিলা আটক: ইসরায়েলের বার্তা, যাত্রীরা ফেরত যাবে ইউরোপে
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৫, ০৮:০৫ রাত

ছবি: সংগৃহিত
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর *গ্লোবাল সুমুদ ফ্লোটিলা* (জিএসএফ) থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত যাত্রীকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহরের একটি নৌকা ব্যতীত বাকিগুলো আটক করা হয়েছে এবং সেগুলোতে থাকা যাত্রীদের ইউরোপে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
বিবিসির তথ্যমতে, ফ্লোটিলা থেকে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেককে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, আটককৃতরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে অভিযান চালিয়ে যাত্রীদের আটক করার সময় কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের আশোদ বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে দ্রুত ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
বিকেলের আরেক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, হামাস-সমর্থিত কোনো নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙতে সফল হয়নি।
এছাড়া জানানো হয়, সম্ভাব্য যান্ত্রিক সমস্যায় ভুগতে থাকা একটি জাহাজ এখনো গাজা থেকে কিছু দূরে সমুদ্রে অবস্থান করছে। সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে প্রতিরোধ করা হবে।
বাংলাধারা/এসআর