রাজধানীতে বাসে হামলা: গুলি ও অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ
প্রকাশিত: অক্টোবর ০৩, ২০২৫, ০১:১৮ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেল লাইনের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যক্ষদর্শী চালক, সহকারী ও যাত্রীদের বরাতেই ঘটনাটি প্রাথমিকভাবে জানা গেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, বাসটি সেনপাড়ার কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাত নেড়ে গাড়ি থামানোর সংকেত দেন। বাস থামতেই তারা চালক ও সহকারীকে মারধর করে নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত বাস ছেড়ে বের হয়ে যান। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং অগ্নিসংযোগ করে।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, সম্প্রতি আলিফ পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীদের একটি অংশ প্রতিশোধমূলকভাবেই এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি আরও জানান, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা সম্ভব হবে।
বাংলাধারা/এসআর