ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দেবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৪:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

নির্বাচন বিলম্বিত হলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন বিলম্বিত ও বানচাল করার জন্য যে শক্তি সক্রিয়, তারা দেশের জন্য বিপজ্জনক। যদি ভোট পেছানো হয়, তবে দেশে ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠবে।”

তিনি আরও বলেন, সংবিধানকে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া পরিবর্তনের কোনো অধিকার কারও নেই। এমনটা হলে ভবিষ্যতেও বারবার সংবিধান পরিবর্তনের দাবি উঠবে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করবে।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনগণের অভিপ্রায় অবশ্যই চূড়ান্ত। তবে সেই অভিপ্রায় বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে হয়েছে এবং আর্টিকেল ১০৬-এর ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো গড়ে উঠেছে।

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝেই না। তাহলে এ ধরনের পদ্ধতির কথা বলে জাতিকে বিভ্রান্ত করার অর্থ কী?”

তিনি আরও বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের উচিত দেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসা।

সালাহউদ্দিন আহমদ এসময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার অনেকগুলোই বাস্তবায়িত হচ্ছে। তবে সংবিধান সংশোধনের যে অংশগুলো বাকি আছে, তা পরবর্তী জাতীয় সংসদের দায়িত্বে পড়বে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হারুন। এতে আরও বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

বাংলাধারা/এসআর