ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৫:২৫ বিকাল  

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পরও ইসরায়েল শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে জানান, “গত রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশেপাশের এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানালেও তারা তা উপেক্ষা করেছে।” তিনি আরও বলেন, হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

হামাস শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার পর এবং ট্রাম্পের আহ্বানের পর কিছুটা আশা ফিরে এসেছে গাজার সাধারণ মানুষের মধ্যে। তারা ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তবে ইসরায়েলি সেনারা সতর্ক করেছেন, গাজা সিটি এখনো অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা। তারা বলেছে, “সেখানে ফেরার চেষ্টা করলে প্রাণহানি ঘটতে পারে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে, সেখানে যেন কেউ প্রবেশ না করে।”

বিশ্বমহলে শান্তি প্রতিষ্ঠার দিক থেকে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আছে। কারণ প্রস্তাবে ইসরায়েলি সেনাদের অবিলম্বে গাজা থেকে প্রত্যাহারের কোনো নির্দেশ নেই। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা সহজে মানা সম্ভব নয়। তাই আড়াই বছর ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধান কতটা সম্ভব হবে, তা এখনও স্পষ্ট নয়।

বাংলাধারা/এসআর