ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৮:৫৮ রাত  

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহৃত ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে, জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে অপহরণ করে ইসরায়েলি নৌ কমান্ডোরা। তবে শনিবার তারা ১৩৭ জনকে তুরস্কে পাঠায়। এই ১৩৭ জনের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক।

সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজার উপকূলে পৌঁছে অবরুদ্ধ গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং সেখানে অসহিংস সংহতি প্রকাশ করা। মোট ৪৫টি ছোট-বড় জাহাজে বিভিন্ন দেশের ৫০০ অধিকারকর্মী রওনা দিয়েছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌ কমান্ডোরা জাহাজগুলোতে হামলা চালিয়ে তাদের আটক করে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে একটি বিমান দাঁড়িয়ে রয়েছে, যেখানে ওই ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তারা এরপর নিজের দেশের উদ্দেশে রওনা দেবেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। এর আগে ইসরায়েল চারজনকে ইতিমধ্যেই ফেরত পাঠিয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকারকর্মীরা খুবই সীমিত পরিমাণ ত্রাণ নিয়ে এসেছিলেন। তবে তারা দাবি করেছে, এই ত্রাণ বিতরণের আড়ালে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আটক সব অধিকারকর্মীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাধারা/এসআর