ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৫, ১১:৫৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। শনিবার চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের কথিত ‘অভিযান কমানোর’ ঘোষণা বাস্তবে ভিন্ন চিত্র তুলে ধরছে। হামাস অভিযোগ করেছে, বেসামরিক জনগণের ওপর এই হামলা যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকারের মিথ্যাচার প্রমাণ করেছে।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, “নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি ইসরায়েল রক্ষা করেনি। বরং আগ্রাসন আরও তীব্র করেছে।” সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়, আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে- ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা, ত্রাণ সহায়তা জোরদার করা এবং দুই বছর ধরে চলমান গণহত্যা ও অনাহার বন্ধে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, শনিবার একদিনেই ইসরায়েলি বাহিনী অন্তত ৯৩টি বিমান হামলা চালায়। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৭ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। কারণ, হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন হামাস “টেকসই শান্তির জন্য প্রস্তুত।”

শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিসরও মধ্যস্থতা করছে। দেশটি জানিয়েছে, আগামী সোমবার কায়রোতে ইসরায়েলি ও হামাস প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইস্যুতে আলোচনা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন। এতে যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং সংঘাত বন্ধের ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাধারা/এসআর