সময় এসে গেছে, শিগগিরই দেশে ফিরব : তারেক রহমান
প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৫, ১১:১৯ দুপুর

ছবি: সংগৃহিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু বাস্তব কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি। তবে এখন সময় এসে গেছে। “ইনশাআল্লাহ, খুব শিগগির দেশে ফিরব,” বলেছেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। সেখানে দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমি রাজনীতি করি, তাই জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় দেশে থাকা আমার দায়িত্বও বটে। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক অবিচ্ছেদ্য। জনগণের যে নির্বাচনের অপেক্ষা, যখন সেটি অনুষ্ঠিত হবে, তখন আমি জনগণের মাঝেই থাকব, ইনশাআল্লাহ।”
আলোচিত জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনোই নিজেকে এর মাস্টারমাইন্ড মনে করি না। আন্দোলনের সফল অধ্যায়টি জুলাই-আগস্ট মাসে দেখা গেছে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেক আগে থেকেই।”
তারেক রহমান জানান, এ আন্দোলনে শুধু বিএনপি নয়, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে। পাশাপাশি জনগণের সর্বস্তরের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
“রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজিচালক, দোকান কর্মচারী, দোকান মালিক, গার্মেন্টস শ্রমিক, সবাই রাস্তায় নেমেছিলেন। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও যুক্ত হয়েছিলেন আন্দোলনে।”
বিএনপির এই নেতা আরও বলেন, অনেক সাংবাদিক, যারা স্বৈরাচারের নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারাও এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে ভূমিকা রেখেছেন। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।”
তারেক রহমানের ভাষায়, “এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। বাংলাদেশের জনগণই এ আন্দোলনের মাস্টারমাইন্ড। যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারাই এই আন্দোলনের প্রাণ।”
বাংলাধারা/এসআর