ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বাংলাদেশে যে সরকারই আসুক, কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৫, ০২:৪২ দুপুর  

ছবি: সংগৃহিত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন, বাংলাদেশের জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, নয়াদিল্লি সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। 

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

বিক্রম মিশ্রি বলেন, ভারতের প্রত্যাশা হলো বাংলাদেশে নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়। তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমাদের আশা।”

আলোচনায় তিনি দুই দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মিশ্রি জোর দিয়ে বলেন, সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে এবং প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে।

ভারতের এই শীর্ষ কূটনীতিক মনে করেন, পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতেই ঢাকা-দিল্লি সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। তাই রাজনৈতিক অস্থিরতা বা নেতৃত্বের পরিবর্তন যাই ঘটুক না কেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাধারা/এসআর