ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের কটাক্ষে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৬:০৩ বিকাল  

ছবি: সংগৃহিত

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প সম্প্রতি তাকে ‘রাগী’ ও ‘সমস্যাসৃষ্টিকারী’ আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন, তার ‘রাগের চিকিৎসা করা উচিত’। এরই পাল্টা প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মন্তব্য করেন ২২ বছর বয়সী এই জলবায়ু কর্মী।

গ্রেটা লেখেন, “আমি শুনেছি, ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তার ‘অসাধারণ’ মতামত জানিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য কৃতজ্ঞ। তবে যদি রাগ নিয়ন্ত্রণের কোনো ভালো পরামর্শ তার কাছে থাকে, আমি তা জানতে আগ্রহী, কারণ তার নিজের রেকর্ড দেখলে মনে হয়, তিনিই হয়তো এ বিষয়ে সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন।”

সম্প্রতি ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক ও পরবর্তীতে মুক্ত হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে কটাক্ষ করে বলেন,
“গ্রেটা এখন আর পরিবেশ নিয়ে কাজ করছে না, বরং সমস্যাই সৃষ্টি করছে। তার রাগের সমস্যা আছে, ডাক্তার দেখানো উচিত।”

তিনি আরও ব্যঙ্গ করে বলেন, “তুমি কি কখনো তাকে খেয়াল করেছ? সে তরুণী, কিন্তু ভীষণ রাগী—একেবারে পাগলাটে।”

এটি প্রথম নয়, এর আগেও ট্রাম্প ও থুনবার্গের মধ্যে বাকযুদ্ধ হয়েছে। গত জুনে গাজায় মানবিক সহায়তা মিশনে যোগ দেওয়ার পর ট্রাম্প তাকে ‘অদ্ভুত’ ও ‘রাগী’ বলেছিলেন। তখন গ্রেটা পাল্টা জবাবে লিখেছিলেন, “বিশ্ব এখন আরও বেশি রাগী নারীর প্রয়োজন।”

এরও আগে ট্রাম্পের প্রথম মেয়াদে জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য দেওয়ার পর মাত্র ১৬ বছর বয়সী থুনবার্গকে ব্যঙ্গ করে তিনি বলেছিলেন, “সে খুবই সুখী এক তরুণী, যার ভবিষ্যৎ উজ্জ্বল।”

২০১৮ সালে শুরু হওয়া ‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। জলবায়ু আন্দোলনের পাশাপাশি বর্তমানে তিনি গাজার মানবিক সহায়তা কার্যক্রমেও সক্রিয়।

ইসরায়েল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার তিনি গ্রিসে পৌঁছান। সেখানে প্রায় ১৬০ জন কর্মী ও সমর্থক তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, তারা মোট ১৭১ জন কর্মীকে গাজামুখী ৪২টি নৌযান থেকে আটক করে বহিষ্কার করেছে।

বাংলাধারা/এসআর