মালিবাগে স্বর্ণালঙ্কারের দুর্ধর্ষ চুরি, শম্পা জুয়েলার্স থেকে উধাও প্রায় ৫০০ ভরি
প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৫, ১১:৫৬ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। দোকান মালিকের দাবি, এর মধ্যে ৪০০ ভরি দোকানের স্বর্ণ এবং ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এ ছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও নিয়ে গেছে চোরেরা।
পুলিশ জানায়, বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে এই চুরি সংঘটিত হয়। পরদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে রমনা থানা পুলিশ।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, “আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চোরেরা শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মালিকপক্ষ দাবি করছে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই চলছে। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এদিকে পুলিশের হাতে আসা প্রাথমিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত প্রায় ৩টার দিকে দু’জন চোর বোরকা পরে দোকানে প্রবেশ করে। তারা দ্রুত শাটারের তালা কেটে ভেতরে ঢুকে দোকানের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাসায় গিয়েছিলাম। সকালে দারোয়ানের ফোনে জানতে পারি দোকানে চুরি হয়েছে। ছুটে এসে দেখি সব উধাও। দোকানে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সবকিছুই নিয়ে গেছে চোরেরা।”
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনা তদন্তাধীন রয়েছে। দোকান মালিকের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ বিশাল হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর