হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, মুক্তি পেলেন ৭ জিম্মি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:০২ দুপুর

ছবি: সংগৃহিত
গাজা উপত্যকায় শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের বন্দি বিনিময় কার্যক্রম। এরই মধ্যে সাতজন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস। খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
সোমবার সকালে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে নিশ্চিত করেছে আইসিআরসি। সংস্থাটি জানায়, উভয় পক্ষের বন্দি বিনিময় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা তদারকির দায়িত্ব পালন করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রাথমিকভাবে সাতজনকে হস্তান্তর করা হলেও আজকের দিনেই বিশজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে পারে ইসরায়েল।
বাংলাধারা/এসআর