যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১১:৩৩ দুপুর

ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী পদক্ষেপের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছড়িয়ে পড়ে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে। আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘নো কিংস’- যার মূল স্লোগান ছিল, “গণতন্ত্র চাই, রাজতন্ত্র নয়।”
নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মানুষ প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, শুধু সেখানেই প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছিল। তবে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী সিদ্ধান্তগুলো আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। তাদের মতে, নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দেওয়া, ফেডারেল দপ্তর ভেঙে দেওয়া এবং গভর্নরদের আপত্তি উপেক্ষা করে ন্যাশনাল গার্ড মোতায়েন, এসব পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করছে।
অন্যদিকে, ট্রাম্প সমর্থকরা দাবি করেছেন, বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’ এই আন্দোলনকে উসকে দিচ্ছে। ট্রাম্প নিজেও বিক্ষোভকে আখ্যা দিয়েছেন “হেইট আমেরিকা র্যালি” হিসেবে। তার বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন এবং দেশ পুনর্গঠনের জন্য তিনি যা করছেন, তা একনায়কতন্ত্র নয় বরং সময়োপযোগী উদ্যোগ।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্যের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে বিক্ষোভের শান্তিপূর্ণ বিস্তার প্রমাণ করছে, জনগণ এখনো গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানে আছে।
বাংলাধারা/এসআর