ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

হংকংয়ে এমিরেটস কার্গো উড়োজাহাজ সাগরে, নিহত ২ গ্রাউন্ড স্টাফ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:৩২ দুপুর  

ছবি: সংগৃহিত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এ ঘটনায় দুই গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৯৭৮৮ এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উত্তর দিকের রানওয়েতে নামার সময় উড়োজাহাজটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি বেড়া ভেঙে একটি নিরাপত্তা টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বিমানটি দুই টুকরো হয়ে সাগরে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের মৃত্যু হয়।

তবে বিমানে থাকা চার ক্রু সদস্য সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। বিমানে কোনো কার্গো মালামালও ছিল না।

দমকল বিভাগ জানায়, ২১৩ জন কর্মী ও ৪৫টি যানবাহন নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে ব্ল্যাক বক্স উদ্ধারে কাজ চলছে, যা দুর্ঘটনার কারণ নির্ধারণে সহায়ক হবে।

দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) উড়োজাহাজটি প্রায় ৩০ বছর আগে যাত্রীবাহী বিমান হিসেবে তৈরি হলেও পরে কার্গোতে রূপান্তর করা হয়। এমিরেটস জানায়, এয়ার এসিটির সঙ্গে ‘ওয়েট লিজ’ চুক্তির আওতায় বিমানটি পরিচালিত হচ্ছিল।

বাংলাধারা/এসআর