ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

গাজার চুক্তি ভঙ্গ করলে হামাসকে নির্মূল করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:৫৯ দুপুর  

ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা যদি হামাস লঙ্ঘন করে তবে প্রয়োজনীয় ক্ষেত্রে হামাস গোষ্ঠীকে নির্মূল করা হবে। তবে প্রথমে তিনি হামাসকে চুক্তি সম্মান করার সময় ও সুযোগ দিয়ে যাচ্ছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমরা হামাসের সঙ্গে একটা চুক্তি করেছি, তারা শান্ত থাকবে, সহানুভূতিশীল থাকবে। যদি তারা তা না মানে, তবে প্রয়োজনে তাদের নির্মূল করব। তারা নির্মূল হবে এবং তারা এটা জানে।”

ট্রাম্প বলেন, সাম্প্রতিক বৈরিতার কারণে দুই সপ্তাহ আগে মধ্যস্থতা করা যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়েছে। তবু তিনি বলেছেন, আপাতত মার্কিন সামরিক শক্তিকে সরাসরি হামাসের বিরুদ্ধে ঢুকিয়ে দিতে নারাজ—যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে নামবে না। তিনি প্রকাশ্যে বলেন, “আমেরিকান বাহিনী সরাসরি হামাসের বিরুদ্ধে যুক্ত হবে না।”

ট্রাম্প আরও জানান, গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে কয়েক ডজন দেশ সম্মত হয়েছে এবং তারা সেখানে যেতে ইচ্ছুক। তিনি বলেন, “ইচ্ছা করলে ইসরায়েল দুই মিনিটের মধ্যেই ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই পথে যাইনি, আমরা হামাসকে একটু সময় দেব এবং আশা করি সহিংসতা কমে আসবে।”

ট্রাম্পের পর্যবেক্ষণ, হামাস বর্তমানে আগের চেয়ে দুর্বল অবস্থানে আছে এবং তার আঞ্চলিক প্রধান সমর্থক ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না,কারণ এ বছর আগে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের ভূমিকা সীমিত হয়ে গেছে বলে তিনি মনে করেন।

বাংলাধারা/এসআর