আজ থেকে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:২১ দুপুর

ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি। আগামী ১১ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতিটি ব্যাচে ২৫ জন করে ইউএনও অংশ নেবেন। দুটি ব্যাচে প্রতিদিন মোট ৫০ জন কর্মকর্তাকে দুই দিনব্যাপী ১২টি সেশনে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের প্রশাসনিক কার্যক্রমে ইউএনওদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, আচরণবিধি ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্যান্য চার নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার উদ্বোধনী বক্তব্যে ইউএনওদের নিরপেক্ষতা, দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করবেন বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, ইভিএম ব্যবস্থাপনা ও নিরাপত্তা সমন্বয়সহ সব দিকেই জোরালো প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে ইউএনওরা মাঠ পর্যায়ে প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন, যা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাধারা/এসআর