নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৫২ দুপুর

ছবি: সংগৃহিত
আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন পর্যটকরা। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, দ্বীপে প্রবেশের অনুমতি মিললেও পর্যটকদের রাতযাপনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ৯ মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ ছিল।
বাংলাধারা/এসআর