শিক্ষকদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৫ দুপুর

ছবি: সংগৃহিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে এই ভাতা কার্যকর করা হবে আগামী ১ নভেম্বর থেকে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাতা প্রদানে কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে- ভবিষ্যতের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভাতা সমন্বয়, এমপিও নীতিমালা মেনে নিয়োগপ্রাপ্ত হতে হবে, ভাতা প্রদানে কোনো অনিয়ম হলে দায় নেবেন বিল পরিশোধকারী কর্তৃপক্ষ, এবং ভাতা সংক্রান্ত ব্যয়ে আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। এছাড়া এ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রযোজ্য হবে না।
সরকারের এ সিদ্ধান্তকে শিক্ষক আন্দোলনের সরাসরি ফল হিসেবে দেখা হচ্ছে। গত আট দিন ধরে শিক্ষকরা ভাতা বৃদ্ধির দাবিতে অনশন, কালো পতাকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবারও তারা আমরণ অনশন চালিয়ে যান। আজ রবিবার দুপুরে শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’-এর ঘোষণা দিয়েছিলেন তারা। এমন প্রেক্ষাপটেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শিক্ষক-কর্মচারীদের অনেকে বলছেন, সরকারের এ সিদ্ধান্ত তাদের আন্দোলনের আংশিক সাফল্য এনে দিলেও বেতনভাতার আরও সংস্কার এখন সময়ের দাবি।
বাংলাধারা/এসআর