ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সন্ধ্যার মধ্যে তিন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:০২ দুপুর  

ছবি: সংগৃহিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের বরাতে বলা হয়েছে, এই তিন জেলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সংশ্লিষ্টরা মনে করান, ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নদী ও উপকূলীয় এলাকায় কিছু অস্থায়ী অসুবিধা দেখা দিতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকা জরুরি।

বাংলাধারা/এসআর