ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:৪৯ দুপুর  

ছবি: সংগৃহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ মঙ্গলবারের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

টসে জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজুর রহমান আজ বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে খেলছেন, আর দলটি নামছে চারজন স্পিনার নিয়ে, যা মিরপুরের ধীর উইকেটের জন্য পরিকল্পিত কৌশল বলেও জানান তিনি।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও এসেছে দুটি পরিবর্তন। জেডেন সিলসের জায়গায় দলে ফিরেছেন আকিল হোসেন, আর রোমারিও শেফার্ডের পরিবর্তে অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য আজ জয় নিশ্চিত করে শেষ ম্যাচটিকে আনুষ্ঠানিকতায় পরিণত করা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে একটাই সমীকরণ, এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে হবে।

বাংলাধারা/এসআর