এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে সম্মতি অর্থ মন্ত্রণালয়ের
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:৩৯ দুপুর

ছবি: সংগৃহিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্মতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ১ জুলাই থেকে এই হার আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে সর্বমোট ১৫ শতাংশ করা হবে।
তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ছয়টি শর্ত আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ভবিষ্যতের বেতনস্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয়, নিয়োগ ও এমপিও সংক্রান্ত বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং ভাতা প্রদানে সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কেউ কোনো বকেয়া দাবি করতে পারবে না। ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো অনিয়ম পাওয়া গেলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকেই দায় নিতে হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় এ বিষয়ে জি.ও (গভর্নমেন্ট অর্ডার) জারি করে এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাবে। একই সঙ্গে গত ১৬ অক্টোবর প্রবিধি-৩ শাখা থেকে জারিকৃত ২৬০ নম্বর স্মারকপত্রটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।
বাংলাধারা/এসআর