ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

রাজধানী ও আশপাশে আইন-শৃঙ্খলা জোরদারে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সম্ভাব্য অস্থিতিশীলতা মোকাবিলায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত এই বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যৌথভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।

বাংলাধারা/এসআর