ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে সাইবার অভিযানে ৯৬ মোবাইল ও ৯৩ হাজার টাকা উদ্ধার

সুলতান আল এনাম ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:৫৭ রাত  

সাইবার অপরাধ দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

এপ্রিল ও মে মাসে পরিচালিত অভিযানে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩ হাজার ৬২৮ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া মোবাইল ও অর্থ মালিকদের হাতে তুলে দেন।

সাইবার সেল জানায়, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ—যেমন সাইবার বুলিং, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া ও তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চলতি সময়ে সাইবার বুলিংয়ের শিকার ১৯ জন ভিকটিমকে সহায়তা এবং জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সাইবার অপরাধ দমনে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং ভিকটিমদের সহযোগিতা প্রদানে সবসময় প্রস্তুত থাকবে পুলিশ।