ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে মাদক নিয়ে বিরোধ একজনকে চুরিকাঘাতে হত্যা

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধ:

 প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০২:২৫ রাত  

মাদক নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় শুক্রবার বিকালে জীবন ওরফে মন্টু (২২)  নামে এক যুবককে উপর্যুপরি ছুরি আঘাতে খুন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের সিদ্দিকিয়া সড়কের বেপারীপাড়া বিল্লাল স্টোরের সামনে । নিহত জীবন শহরের ঝিনাইদহ পৌরসভার ২ নং ওয়ার্ড কালিকাপুর পশ্চিম পাড়া এলাকার রজব আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, মাদক ব্যবসা ও মাদক সেবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে জীবনের বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে শুক্রবার বিকাল পাঁচটার দিকে বেপারীপাড়ার জনৈক জিয়ার ছেলে নষ্ট শিমুল, একই এলাকার বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনকে ছুরিকাঘাতে করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই সিদ্দিকিয়া সড়ক এলাকায় মাদক ব্যবসায়ীদের ব্যাপক তৎপরতা থাকলেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেনা। হলে এলাকার যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।