ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

লক্ষ্মীপুরে খাল ও পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাধারা, লক্ষ্মীপুর

 প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:২১ বিকাল  

ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার দুটি গ্রামে পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার চররমনী মোহন ও চররুহিতা ইউনিয়নে এই পৃথক ঘটনা ঘটে। মৃত শিশুদের জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত তিন শিশু হলো- চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে মো. আল-আমিন (৫) এবং চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের সোহাগ হোসেনের মেয়ে আলিফা আক্তার (২)।

নিহত ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে তারা একসঙ্গে খালের ধারে খেলছিল। কিছুক্ষণ পর তারা খালে গোসলে নামে। একপর্যায়ে পানির গভীরতায় ডুবে যায় তারা। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনেই মারা যায়।

অন্যদিকে, আলিফা আক্তার নিজ বাড়ির উঠানে খেলছিল। পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় পায়। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, “তিন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের হঠাৎ এমন মৃত্যুতে পরিবার-পরিজনসহ আশপাশের মানুষও বাকরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনাগুলোকে দুঃখজনক উল্লেখ করে খাল ও পুকুরের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

 

বাংলাধারা/এসআর