এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ০২:০৪ দুপুর

ছবি: বাংলাধারা
বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ ও কর্মবিরতিতে নেমেছেন শতাধিক কর্মচারী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত ছিল। আন্দোলনকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরেই পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এছাড়াও করোনাকাল, ডেঙ্গু মহামারি, রানা প্লাজা ধস ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করা কর্মীদের জন্য বিশেষ ভাতা এবং সম্মানী দাবি করা হয়েছে।
কর্মচারীরা আরও বলেন, প্রতিমাসের বেতন ৫ তারিখের মধ্যে পরিশোধ, কর্মচারীদের আত্মীয়-স্বজনের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড় এবং প্রণোদনার আওতায় আনাসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবিও রয়েছে তাদের।
হাসপাতালের কর্মচারী স্মৃতি আক্তার বলেন, “এর আগেও আমরা কর্মবিরতি পালন করেছি। কর্তৃপক্ষ তখন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়েই আবার আন্দোলনে নেমেছি।”
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম সাংবাদিকদের জানান, “আমরা কর্মচারীদের সঙ্গে ইতোমধ্যে বসেছি। তাদের দাবি যৌক্তিক বিবেচনায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বেতন ও সুবিধা-সংক্রান্ত সমস্যা সমাধানে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। তবে আন্দোলনরত কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর হতে পারে।
বাংলাধারা/এসআর