নওগাঁয়ে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ: দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১২:০১ রাত

ছবি: সংগৃহিত
নওগাঁয় বিয়ের প্রলোভনে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার (২৭ জুলাই) বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)। তারা ২০০১ সালের ১২ মার্চ ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ করে।
আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
রায়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন, আর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
বাংলাধারা/এসআর