স্ত্রীকে দিয়ে অপহরণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশিত: আগস্ট ০২, ২০২৫, ০৬:৫১ বিকাল

পাওনা ৬ লক্ষ টাকা চাইতে গেলে নিজ স্ত্রী কে অপহরণ দেখিয়ে মামলা করেন ছিদ্দিক ইসলাম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় নীলফামারী সদরের খোকসাবাড়ি ইউনিয়নের দোলা পাড়ার মৃত হবিবর রহমানের পুত্র প্রাণ ইসলাম(২৮) ৬ লক্ষ টাকা একই এলাকার আপতার আলীর পুত্র মো, ছিদ্দিক চাকুরির দেওয়ার নাম করে নেন, প্রমাণ স্বরুপ তিনশত টাকার স্ট্যাম্প ও চেক ছিদ্দিক দেন। মাসের পর মাস কেটে গেলে ছিদ্দিক কে চাকুরীর কথা বললে, সে টালবাহানা শুরু করে এবং নিজ স্ত্রী পিংকিকে অপহরণ দেখিয়ে প্রাণ ইসলামের নামে নীলফামারী সদর থানায় একটি অপহরণ মামলা দেন। গতকাল ২ আগস্ট শনিবার দুপুরে মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী প্রান ইসলামের পরিবার জেলা রিপোর্টার্স ইউনিটিতে ভার্চুয়ালে সংবাদ সম্মেলন করেন। এসময় পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালে প্রান ইসলাম বলেন, ছিদ্দিকের স্ত্রী তার বাপের বাড়িতে রয়েছে এবং উল্টো আমার নামে মামলা দিয়েছে। আমি তদন্ত সাপেক্ষে এর সঠিকভাবে বিচার প্রার্থনা করছি। এদিকে অপহৃত পিংকি ভার্চুয়ালে সাংবাদিকদের বললেন, তার স্বামী আবু বক্কর ছিদ্দিক মিথ্যা অপহরণ মামলা সাজিয়েছেন। বর্তমানে আমি আমার বাবার বাড়ি বগুড়ায় আছি।