সাভারে উল্টো পথে রিকশা, লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩
প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৫, ০৯:২২ সকাল

ছবি: বাংলাধারা
সাভারের আশুলিয়ায় লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশা মহাসড়কের উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে জমে থাকা পানির কারণে রিকশাটি মাঝ রাস্তা দিয়ে চলতে থাকে। হঠাৎ করে রিকশাটি উল্টে যায় এবং একটি দ্রুতগতির লরির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় রিকশার আরও তিনজন যাত্রীকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক এক নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ জানান, লরির চাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক লরির চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, মহাসড়কে উল্টো পথে যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বাংলাধারা/এসআর