কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা, একই পরিবারের চারজন নিহত
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:০০ দুপুর

ছবি: সংগৃহিত
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন স্বামী-স্ত্রী ও তাঁদের দুই ছেলে।
নিহতরা হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তাঁদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।
হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কের দিকে ইউটার্ন নিচ্ছিল। ঠিক সেই সময় ঢাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান বিপরীত দিকের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তেই ভ্যানটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর চাপা পড়ে। এতে প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া প্রাইভেটকার থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কে কয়েক ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়।
বাংলাধারা/এসআর