তথ্য যাচাইয়ে উন্নত প্রশিক্ষণ পেলেন বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীরা
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৩২ রাত

গত ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ক্লাব গুগল মিট প্ল্যাটফর্মে তথ্য যাচাইয়ের সরঞ্জাম এবং যোগাযোগের কৌশল শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। এই কার্যকরী সেশনে প্রশিক্ষক মোহাম্মদ নাজিম অংশগ্রহণকারীদের CrowdTangle, InVID, Email Hippo এবং FotoForensics ব্যবহার করে তথ্য যাচাইয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এই কর্মশালায় ২৮ জন অংশগ্রহণকারী ছিলেন, যারা বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানের। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন সাংবাদিক ছিলেন, যারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, একাত্তর টিভি, দীপ্ত টেলিভিশন এবং জাগোনিউজ২৪ এ সংবাদকর্মী হিসেবে কাজ করেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইউল্যাব এবং এনএসইউ-এর ১৫ জন সাংবাদিকতার শিক্ষার্থীও এ প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া, ৩ জন সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও আইটি পেশাজীবী এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ক্লাবের মার্কেটিং এবং জনসংযোগ প্রধান ফাহমিদা ইসলাম মিম-এর মতে, এই ক্লাবটি ২০২৩ সালে ফ্যাক্ট-চেকার ও মিডিয়া ন্যারেটিভ গবেষক নজরুল ইসলাম নাহিদের নেতৃত্বে যাত্রা শুরু করে। ক্লাবটি তরুণ পেশাজীবীদের উন্নত মিডিয়া ও তথ্য শিক্ষার সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরিতে সক্ষম করে তুলছে।