ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৯২

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ০৫:১০ বিকাল  

ছবি: সংগৃহিত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৪৯২ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (৭ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বাধিক ১৫৪ জন বরিশাল বিভাগে। এছাড়া

  • চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৫১ জন,
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন,
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩৬ জন,
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৫৩ জন,
  • খুলনা বিভাগে ৫৪ জন,
  • ময়মনসিংহ বিভাগে ১০ জন,
  • রাজশাহী বিভাগে ৬১ জন,
  • রংপুর বিভাগে ৩ জন এবং
  • সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে এ বছরের শুরু থেকে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৭৬৩ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন, এবং এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন, যেখানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

ডেঙ্গুর প্রকোপ রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস, ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


বাংলাধারা/এসআর