ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ০৩:৩৪ দুপুর  

ফাইল ছবি

সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শোকবার্তায় তিনি অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, “সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক। নিজের মেধা ও প্রজ্ঞায় তিনি শত শত শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা আজ সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একই সঙ্গে তিনি ছিলেন একজন আদর্শ মাতা, যিনি নিজের সন্তানদের নৈতিকতা, শিক্ষালাভ ও মানবিক গুণাবলির মাধ্যমে গড়ে তুলেছেন।”

তারেক রহমান বলেন, “একজন মহিয়সী নারী হিসেবে অধ্যাপিকা মাহমুদা বেগম তাঁর গুণাবলির মাধ্যমে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শ শিক্ষাবিদ ও মমতাময়ী মাকে হারালো।”

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।”


বাংলাধারা/এসআর