ফ্যাসিবাদের পতন থেকেও শিক্ষা নেয়নি যারা, তাদের পরিণতিও এক: নাহিদ ইসলাম
প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ০৭:৩১ বিকাল

ছবি: সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী স্বৈরাচারের পতনের পরও যারা শিক্ষা নিতে পারেনি, তাদের পরিণতিও একদিন একই হবে। তিনি বলেন, “মাত্র এক বছর আগে যারা ব্যানার ছিঁড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, আজ বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নেই।”
সোমবার (৭ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সপ্তম দিনের পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না, দেশের কাঠামোগত সংস্কার করতে হবে। নতুনভাবে বাংলাদেশ গড়তে হবে। আপনারা আস্থা রাখুন। যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি, দেশগঠনের পথেও কোনো আপস করব না। আমরা আপনাদের অধিকারের জন্য রাজপথেই থাকব। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, একইভাবে দেশও গড়ে তুলব।”
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছেন। তাদের শহীদের মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সেজন্য আমাদের ‘জুলাই সনদ’ প্রয়োজন। যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের স্বীকৃতি দিতে হবে। কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।”
নাটোরের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “এতদিন শুধু উন্নয়নের গল্প শুনেছি। কিন্তু নাটোরে এসে দেখি, ভালো কোনো কলেজ নেই, গ্যাস নেই। আমরা নাটোরে শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করব। সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করতে পারব।”
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী এস এম জার্জিস কাদিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
বাংলাধারা/এসআর