জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তন, চুন্নুর জায়গায় শামীম হায়দার পাটোয়ারী
প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ০৭:৪৬ বিকাল

ছবি: সংগৃহিত
জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এ দায়িত্ব দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে মহাসচিবের দায়িত্ব থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জিএম কাদের। একইসঙ্গে শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
পার্টির অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চেয়ারম্যান জিএম কাদেরের আস্থাভাজন হিসেবেই পরিচিত।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন জিএম কাদের।
এ বিষয়ে মুজিবুল হক চুন্নুর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাধারা/এসআর