ঢাকা, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

লারার রেকর্ড ভাঙতে পারতেন, তবু থামলেন মুলডার: ‘এই রেকর্ড কিংবদন্তিরই থাকা উচিত’

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ১১:১৪ রাত  

ছবি: সংগৃহিত

ব্রায়ান লারার ৪০০ রানের ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুযোগ ছিল তাঁর সামনে। ব্যাট হাতে তখন অপ্রতিরোধ্য ওয়ান মুলডার। তবু এক ঝলকে ইতিহাস বদলে দেওয়ার সেই হাতছানি উপেক্ষা করলেন দক্ষিণ আফ্রিকার এই পেস অলরাউন্ডার। লারাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে বললেন, “এই রেকর্ড কিংবদন্তিরই থাকা উচিত।”

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন মুলডার। হাশিম আমলার (৩১১*) পর তিনি হলেন টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার। সেই সঙ্গে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।

আরও বড় এক মাইলফলকের দিকেই এগোচ্ছিলেন মুলডার। বিদেশের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড (৩৬৭) ভেঙে ফেলেছেন তিনি। এরপর সামনে ছিল লারার ৪০০ রানের সেই কিংবদন্তি ইনিংস, যা ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং জাদুকর।

তবে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে ৫ উইকেটে ৬২৬ রান নিয়ে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই বিস্ময়কর এক সিদ্ধান্ত নেন অধিনায়ক মুলডার। ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণা করে দেন। সংবাদ সম্মেলনে এসে জানান, ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জয়ই তাঁর কাছে বড়।

মুলডার বলেন, সত্যি বলতে, কখনো স্বপ্নেও ভাবিনি ডাবল সেঞ্চুরি করব, ট্রিপল সেঞ্চুরি তো দূরের কথা। দলের জন্য অবদান রাখাই আসল। লারার ৪০০ রানের ইনিংস খুবই স্পেশাল। আমি মনে করি, এই রেকর্ড লারার মতো একজন কিংবদন্তির কাছেই থাকা উচিত। লাঞ্চের সময় কোচ শুর্কি কনরাডের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিই- এই রেকর্ড সেভাবেই থাকুক, যেমনটি আছে।

এই ইনিংসের সুবাদে ওয়ান মুলডার এখন টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। টেস্টে তাঁর চেয়ে বেশি রান আছে কেবল মাহেলা জয়বর্ধনে (৩৭৪), ব্রায়ান লারা (৩৭৫), ম্যাথু হেইডেন (৩৮০) এবং ব্রায়ান লারারই সেই কিংবদন্তি ৪০০ রানের অপরাজিত ইনিংস।

একটা বিশ্বরেকর্ডের হাতছানি উপেক্ষা করা সহজ নয়। তবু লারার প্রতি গভীর সম্মান দেখিয়ে মুলডার প্রমাণ করলেন- কখনো কখনো খেলাটির সৌন্দর্য লুকিয়ে থাকে এমন আত্মসংযমেই।


বাংলাধারা/এসআর