ঢাকা, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় স্থানে জামায়াত : সানেমের জরিপ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ১১:২৬ রাত  

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি, আর দ্বিতীয় স্থানে থাকতে পারে জামায়াতে ইসলামী। তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন পূর্বাভাস মিলেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক সাম্প্রতিক জরিপে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি পাবে ৩৮ দশমিক ৭৬ শতাংশ ভোট। জামায়াতের ভোটপ্রাপ্তির হার হতে পারে ২১ দশমিক ৪৫ শতাংশ। এনসিপি পেতে পারে ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট।

অন্যদিকে, অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দলগুলো পাবে ৪ দশমিক ৫৯ শতাংশ, জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।

জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

গ্রামীণ-শহরভিত্তিক ভোটের প্রবণতায়ও কিছু পার্থক্য দেখা গেছে। বিএনপির পক্ষে গ্রামীণ অঞ্চলে ৩৭ দশমিক ৭২ শতাংশ এবং শহরাঞ্চলে ৩৯ দশমিক ৭৭ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। জামায়াতের প্রতি সমর্থন গ্রামে ২১ দশমিক ২৫ শতাংশ এবং শহরে ২১ দশমিক ৬৬ শতাংশ। এনসিপির ক্ষেত্রে এ হার গ্রামে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং শহরে ১৬ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রতি গ্রামীণ ভোটারের সমর্থন শহরের তুলনায় কিছুটা বেশি। গ্রামে দলটির পক্ষে ভোট দিতে চেয়েছেন ১৬ দশমিক ৬২ শতাংশ ভোটার, আর শহরে এ হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

সারা দেশের সব বিভাগের ওপর পরিচালিত এ জরিপে অংশ নেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ। প্রথমে দেশের আটটি বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয়। পরে সেসব জেলা থেকে দুটি করে উপজেলা নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হয়।

জরিপ অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এসএসসির নিচে রয়েছেন ৪০ শতাংশ এবং এসএসসি বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা রয়েছে ৬০ শতাংশের। অংশগ্রহণকারীদের অর্ধেক শহর এবং অর্ধেক গ্রামাঞ্চলের বাসিন্দা।

সানেম জানিয়েছে, তরুণদের রাজনৈতিক মনোভাব বুঝতে এ জরিপ পরিচালনা করা হয়েছে। নির্বাচনের মাঠের বাস্তবতা শেষ পর্যন্ত এর সঙ্গে কতটা মিলে যায়, তা দেখার অপেক্ষা।


বাংলাধারা/এসআর