নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা
প্রকাশিত: জুলাই ০৮, ২০২৫, ১২:৪৪ রাত

ছবি: পিআইডি
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশে বিচার প্রক্রিয়া পূর্ণ গতিতে চলছে এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে।
সোমবার (৭ জুলাই) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত আরিফুর রহমান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিন্তু নিশ্চিত করে বলতে চাই, বিচার প্রক্রিয়া দৃশ্যমান এবং পূর্ণমাত্রায় চলছে। আমি বিশ্বাস করি, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে। আমাদের বিচার ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে হবে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। তারা তদন্তের নামে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তবে আমরা সর্বোচ্চ মানের এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই এলেই আমার চোখের সামনে ভেসে ওঠে শহীদের লাশ, দুই বোনের মিছিল, মায়ের পানি বিলি, মাদ্রাসার ছেলেদের লড়াই, রিকশাচালকদের স্লোগান। আমার মনে হয় না, বাংলাদেশের ইতিহাসে এমন মহাকাব্যিক ঘটনা আর ঘটেছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “গত ১৬ বছরে দেশে জনগণ নিপীড়ন, গুম, খুনের শিকার হয়েছে। আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি। জুলাই অভ্যুত্থান শুধু এক মাসের ঘটনা নয়, এটি বারবার স্মরণ করার মতো ইতিহাস। শহীদদের স্মৃতিকে জীবন্ত রাখতে নিয়মিত এ ধরনের অনুষ্ঠান করতে হবে।”
তিনি বলেন, “শহীদ পরিবারের ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। এই সংগ্রামের ইতিহাস এক-দুই বছরের নয়, এটি বহুদিনের লড়াই।”
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাইয়ের আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, এটি মূলত ৫৪ বছরের আন্দোলন। স্বাধীনতার পর বাংলাদেশ কিছু সময় স্বাধীনভাবে চলতে পেরেছিল, কিন্তু দীর্ঘমেয়াদে তা হয়নি। এখন আমাদের সাংস্কৃতিকভাবে জবাব দিতে হবে। সত্যের পক্ষে থাকা আমাদের বড় শক্তি। ফ্যাসিস্টরা মিথ্যা দিয়ে সত্য আড়াল করতে চাইলেও জনগণের ন্যায্য আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সাথে কথা বলেছি। তাদের স্লোগান এবং তরুণদের মুখের অভিব্যক্তি বলে দেয়, তারা আর কারো অধীনে থাকতে চায় না। এটি গুরুত্বপূর্ণ বার্তা।”
গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়। তাদের দমন ও প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের মানুষ বিচারহীনতার সংস্কৃতিতে নিমজ্জিত ছিল। নতুন প্রজন্ম যেন এই সংকটে না পড়ে, সেটি নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “আমরা মানবাধিকার লঙ্ঘন হতে দেব না। ফ্যাসিবাদ যাতে আর মাথা তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন। মকবুল হোসেন বলেন, “আমার ছেলে চলে গেছে এক বছর হলো। কিন্তু তার হত্যার বিচার এখনও হয়নি। দ্রুত বিচারের দাবি করছি।”
অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বাংলাধারা/এসআর