জুলাইয়ের প্রথম ছয়দিনেই রেমিট্যান্সে চমক, এসেছে সাড়ে ৫ হাজার কোটি টাকা
প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ১১:৩০ রাত

ছবি: সংগৃহিত
জুলাই মাসের প্রথম ছয় দিনেই প্রবাসী আয়ের প্রবাহে চমক দেখা দিয়েছে। এ সময় দেশে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “১ থেকে ৬ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ টাকার অঙ্কে প্রায় ৫ হাজার ২২৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৩২ পয়সা ধরে)।”
গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৭১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্সের প্রবাহ রেকর্ড পরিমাণে বেড়েছে। প্রবাসীরা এ সময় দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড। পূর্ববর্তী অর্থবছর ২০২৩-২৪ সালে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রতি সরকারের বিভিন্ন প্রণোদনা ও নজরদারি বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফন দেখা যাচ্ছে।
বাংলাধারা/এসআর