বৃষ্টি ও বৃষ্টিজনিত দুর্যোগ : হিমাচলে ২ মাসে নিহত ১৫০
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৩:০৩ দুপুর

ভারতের হিমালয় পর্বতঘেঁষা রাজ্য হিমাচলের বিভিন্ন এলাকায় গত দুই মাসে বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বন্যায় গত ২৭ জুন থেকে এ পর্যন্ত মোট ১৫০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গত দু’মাসে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে রাজ্যের মোট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ২৬৫ কোটি রুপির সমপরিমাণ।
রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
কর্মকর্তারা বলেছেন, গত দু’মাসে রাজধানী শিমলা, মান্ডি, কাঙরা, কুল্লু, উনা, সিরমাউর, চাম্বা, লাহাউল এবং স্পিতি জেলার অন্তত ৪০টি সড়ক বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভেসে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি জলবিদ্যুৎ ও ১৯টি পানি সরবরাহ কেন্দ্র।
হিমাচল রাজ্য প্রশাসনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও এক সপ্তাহ রাজধানী শিমলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এ বছর দেরিতে বর্ষা এসেছে হিমাচলে, বিদায়ও নিচ্ছে দেরিতে। বিগত বছরগুলোতে আগস্টের মাঝামাঝি সময়েই বর্ষাকাল বিদায় নেয়।