ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা)

 প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০১:৫৯ দুপুর  

ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ঠেলে দেওয়া) ঘটনাকে উসকানি হিসেবে দেখছে না সরকার। বিষয়টিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায় বাংলাদেশ।

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমরা ভারতের পুশইন কার্যক্রমকে কোনো উসকানি হিসেবে দেখছি না। এই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছি- যাতে পুশইনের পরিবর্তে বৈধ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।

বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা সবসময় প্রপার চ্যানেল ব্যবহার করেই বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর পক্ষে। এ নীতিতে আমরা অটল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীরা দেশের ভেতরে প্রবেশ করতে পারে- এটি আমাদের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি। তবে আমরা সজাগ আছি, এসব অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সক্ষম।

এই উপলক্ষে উদ্বোধন করা হয় দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ বয়েসিং ভাসমান বিওপি। এটি মূলত জলসীমা ও বনাঞ্চলঘেঁষা একটি সেন্সিটিভ এলাকা, যেখানে স্থায়ী পোস্ট স্থাপন কঠিন। ফলে সীমান্ত নজরদারি জোরদারে ভাসমান বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিওপিটি চালুর ফলে সুন্দরবনের এই অংশে বনজ সম্পদ রক্ষা, চোরাচালান রোধ ও সীমান্ত অপরাধ দমন সহজ হবে।

 

বাংলাধারা/এসআর