ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৬:৩৪ বিকাল

ছবি: আইএসপিআর
ঢাকা সেনানিবাস সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সভা-সমাবেশ, বিক্ষোভ ও যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, বিএএফ শাহীন কলেজ এলাকা, মহাখালী ফ্লাইওভারের আশপাশ, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
এর আগে, গত ১৫ মে (বৃহস্পতিবার) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই নিষেধাজ্ঞায় বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে কোনো সভা-সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
দুই দফা নিষেধাজ্ঞা কার্যত রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক স্থাপনা সংলগ্ন এলাকাগুলোকে সভা-সমাবেশমুক্ত অঞ্চলে পরিণত করেছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনমনে উদ্বেগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রীয় স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং জনশৃঙ্খলা বজায় থাকে।
বাংলাধারা/এসআর