আমার যৌনজীবন মসলাদার নয়, তাই ডাকেন না! তাপসীর খোঁচা করণকে
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৭:০৪ সকাল

ফাইল ছবি
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু বরাবরই সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। তার অভিনয় যেমন বাস্তবধর্মী, তেমনি ব্যক্তিত্বেও ঝরে পড়ে আত্মবিশ্বাস। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন দর্শক ও সমালোচকদের কাছে।
তবে পর্দার এই সাহসী তাপসী বাস্তব জীবনে বেশ গোপনিপ্রিয়। নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক বা দাম্পত্য বিষয়ে একেবারেই মুখ খোলেন না তিনি। এক সাক্ষাৎকারে জানালেন, ঘনিষ্ঠ দৃশ্য বা অন্তরঙ্গ কোনো সিন নিয়ে কখনও নিজের সঙ্গীর সঙ্গে আলোচনা করেন না। কারণ তার ভাষায়- “আমার প্রফেশনাল লাইফটা ব্যক্তিগত জীবন থেকে অনেক দূরে রাখি। এটা একদম আলাদা।”
তাপসীর এই ব্যক্তিত্ব আর নিজস্ব গণ্ডিতে থাকা জীবনযাপনের ধরন থেকেই অনেকেরই ধারণা- তার বাস্তব জীবন অনেকটাই পর্দার জীবনের বিপরীত। সেখানে নেই কোনো খোলামেলা প্রকাশ, নেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হৈচৈ।
এই প্রেক্ষাপটে উঠে আসে জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর প্রসঙ্গ। করণ জোহর পরিচালিত ও সঞ্চালিত এই শো মানেই তারকাদের ব্যক্তিগত জীবনের গোপন গল্পের মুখরোচক উন্মোচন। বলিউড তারকাদের প্রেম, বিচ্ছেদ, এমনকি যৌন জীবন নিয়েও সেখানে খোলামেলা আলোচনা চলে। রণবীর-আলিয়া, কিয়ারা-সিদ্ধার্থ থেকে শুরু করে বহু তারকার ব্যক্তিগত গল্প করণের কথার মোচড়ে প্রকাশ পেয়েছে এই শোতে।
তবে প্রশ্ন উঠেছে- কেন তাপসী পান্নুকে কখনোই দেখা যায়নি এই শোতে? বিষয়টি নিয়ে বহুদিন ধরে জল্পনা চললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তাপসী নিজেই।
“আমার যৌনজীবন তো অত মসলাদার নয়, তাই হয়তো ডাকা হয় না,”- বলেন তাপসী, ঠাট্টার ছলে হলেও কথাটিতে ছিল তীক্ষ্ণতা। তার কথায়, হয়তো ব্যক্তিগত জীবনে বেশি খোলামেলা না বলেই ‘কফি উইথ করণ’-এর মতো শো থেকে তাকে দূরে রাখা হয়।
তবে তাপসীর এই উত্তর যেন আরও একবার প্রমাণ করে দিল- তিনি কোনো রাখঢাক না করেই নিজের অবস্থান জানান দিতে পারেন। এবং বলিউডের মোহময়তা ছাপিয়ে বাস্তববাদী ভাবনা নিয়েই তিনি হাঁটতে ভালোবাসেন।
অন্যদিকে, করণ জোহরের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাপসীর এমন মন্তব্যের কোনো জবাব আসেনি। তবে নেটিজেনদের একাংশের প্রশ্ন- ব্যক্তিগত জীবনের খোলামেলা গল্প না থাকলেই কি একজন সফল অভিনেত্রী টকশোর যোগ্য নন?
এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে তাপসীর মন্তব্য যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে- ‘শুধুই গসিপ নয়, বলিউডে জায়গা হোক মেধা ও ব্যক্তিত্বেরও।’
বাংলাধারা/এসআর