ঈদযাত্রার টিকিটযুদ্ধ শুরু: আজ বিক্রি শুরু ১ জুনের ট্রেন টিকিট
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৭:৫২ সকাল

ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের প্রস্তুতি। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ (২২ মে) বৃহস্পতিবার বিক্রি শুরু হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের-অর্থাৎ ১ জুনের-ট্রেনের অগ্রিম টিকিট। এবার পুরো টিকিট বিক্রির প্রক্রিয়া রাখা হয়েছে অনলাইনে, যাত্রীদের ভোগান্তি কমাতে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসন বিক্রি। এতে দূরপাল্লার যাত্রীরা নিজ নিজ সুবিধামতো সময় বেছে নিয়ে টিকিট কাটতে পারবেন।
এবার ঈদের বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়া যাবে না- এ বিষয়ে যাত্রীদের আগে থেকেই সতর্ক করা হয়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে নিচের সময়সূচি অনুযায়ী:
৩১ মের টিকিট বিক্রি: ২১ মে
১ জুনের টিকিট বিক্রি: ২২ মে
২ জুনের টিকিট বিক্রি: ২৩ মে
৩ জুনের টিকিট বিক্রি: ২৪ মে
৪ জুনের টিকিট বিক্রি: ২৫ মে
৫ জুনের টিকিট বিক্রি: ২৬ মে
৬ জুনের টিকিট বিক্রি: ২৭ মে
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে ধরে এই সময়সূচি ঠিক করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে জানিয়েছে, টিকিটপ্রত্যাশীদের সুবিধার্থে এবারের ঈদযাত্রায় অনলাইন টিকিট বিক্রির পাশাপাশি মোবাইল অ্যাপ এবং নির্ধারিত ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।
দেশের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি ঈদুল আজহা। আর সেই ঈদে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা ছাড়তে চায় লাখো মানুষ। তাই সময়মতো টিকিট সংগ্রহ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাধারা/এসআর