ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশনা

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ২১, ২০২৫, ১২:০১ রাত  

ফাইল ছবি

সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২০ মে) একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের পর্যালোচনার পাশাপাশি, দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।

বৈঠকে ড. ইউনূস বলেন, রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে স্থিতিশীল ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখা এখন অগ্রাধিকার। এই মুহূর্তে জনগণের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে হবে। তিনি সাম্প্রতিক কিছু ঘটনা দক্ষতার সঙ্গে মোকাবিলা করায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন এবং পেশাগত নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন বার্তা ছড়িয়ে পড়েছে- নির্বাচনের পরবর্তী পর্যায়ে সরকার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সমন্বিত বৈঠক একদিকে যেমন নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করে, তেমনি নীতিনির্ধারকদের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা পাওয়ার সুযোগ সৃষ্টি করে, যা আগামী দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

বাংলাধারা/এসআর