ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

টটেনহ্যামের ইউরোপা ট্রায়াম্ফ: ব্যর্থ মৌসুমে বড় প্রাপ্তি, ম্যানইউর স্বপ্নভঙ্গ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৭:৪৭ সকাল  

ছবি: সংগৃহিত

এক মৌসুমের হতাশা মোচনের শেষ সুযোগ ছিল এই ম্যাচেই। প্রিমিয়ার লিগের হতাশাজনক পারফরম্যান্সে দুই ক্লাবই পিছিয়ে- টেবিলের ১৬ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ১৭ নম্বরে টটেনহ্যাম হটস্পার। কিন্তু ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়ে স্পেনের সাম মেমেস স্টেডিয়ামে বুধবার রাতে ভাগ্যটা যেন এক ঝটকায় বদলে দিল টটেনহ্যাম।

একটি মাত্র শট, একটিই গোল- আর সেটিই এনে দিল শিরোপা। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসনের শটে গোলের দেখা পায় স্পার্সরা। অবিশ্বাস্য হলেও সত্যি, সেটিই ছিল টটেনহ্যামের একমাত্র অন-টার্গেট শট। পুরো ম্যাচজুড়ে ব্যাকফুটে থাকা দলটি কার্যত রক্ষণেই কাটায় সময়। তবে রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। আর সেই এক গোলই তাদের এনে দিল ইউরোপা লিগের গৌরবময় ট্রফি।

এমন জয় টটেনহ্যামের জন্য শুধু শিরোপা নয়, পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও নিশ্চিত করল। প্রিমিয়ার লিগে ১৭তম দল হিসেবেও এখন তারা ইংল্যান্ডের ছয় নম্বর প্রতিনিধিত্বকারী দল হয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পা রাখতে যাচ্ছে।

অন্যদিকে, ম্যাচে আধিপত্য করেও শূন্য হাতে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখলে ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ, গোলমুখে ১৬টি আক্রমণ- তবুও ফলাফল শুন্য। গোলপোস্টের সামনে এসে হতাশাই যেন তাদের নিত্যসঙ্গী। এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গেল রেড ডেভিলসদের।

সবচেয়ে বড় ধাক্কাটা এল ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায়। নতুন কোচ রুবেন আমোরিম ও বোর্ড কর্তৃপক্ষ আশাবাদী ছিলেন ইউরোপের বড় মঞ্চে খেলার সুযোগ নিশ্চিত হলে দলবদলের বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করে ইউনাইটেডকে নতুন করে গড়ে তোলা যাবে। কিন্তু ইউরোপা ফাইনালের এই ব্যর্থতা সেই রোডম্যাপকেই নড়বড়ে করে দিয়েছে।

স্পেনের মাটিতে রাতটা ছিল স্পার্সদের। বাজে মৌসুমের মাঝেও শিরোপার স্বাদ নিয়ে ফিরেছে লিলি হোয়াইটসরা। অন্যদিকে ইউনাইটেডকে নিয়ে সমর্থকদের দীর্ঘশ্বাস, প্রশ্ন ও হতাশার আরেকটি অধ্যায় শুরু হলো নতুন কোচের হাত ধরেই।

বাংলাধারা/এসআর