ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সামাজিক ব্যবসা বদলে দিতে পারে পুরো বিশ্বকে : ড. ইউনূস

মেহেদী হাসান মিঠু:

 প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০১:৫৩ দুপুর  

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্বের পরিবর্তনের সম্ভাবনা বহন করে।

তিনি বলেন, “পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমেই স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”

শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের সোশ্যাল বিজনেস ডে।

এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

 

বাংলাধারা/এসআর