ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০৩, ২০২৫, ১০:৫৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ) একজন কমান্ডারসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেনাবাহিনীর এই অভিযানে ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যদিও নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে আইএসপিআর জানিয়েছে, অভিযান এখনো চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানায়, সন্ত্রাসীদের দমন ও পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে সম্প্রতি কেএনএ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রুমা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে এবং তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সত্ত্বেও একাধিক সশস্ত্র গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম এলাকাবাসীর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।


বাংলাধারা/এসআর