ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিরতিতে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

সীমান্তে চলমান সংঘাতের অবসান ঘটাতে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের নেতারা সীমান্ত সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছেন এবং সোমবার স্থানীয় সময় রাত ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি বলেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি যৌথ সমঝোতায় পৌঁছেছে, যার প্রথম ধাপ হলো তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি।”

বৈঠক শেষে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, এই যুদ্ধবিরতি চুক্তি গত পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্ককে ‘স্বাভাবিক অবস্থায় ফেরানোর সুযোগ’ তৈরি করেছে। তিনি আরও উল্লেখ করেন, আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় গৃহীত এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

দিনের শুরুতে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত কুয়ালালামপুরে বৈঠক করেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেরি পেরদানায় তাদের সঙ্গে মধ্যস্থতাকারী দলগুলো বৈঠকে বসে। সেখানে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, উভয় পক্ষ দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে আগ্রহী এবং কাজ করছে।

পাঁচ দিনের সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি, রকেট হামলা ও গুলিবিনিময়ে সৃষ্ট আতঙ্কে দুই লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বাংলাধারা/এসআর