নির্বাচন কমিশনের হুঁশ থাকা পর্যন্ত কার্যক্রম সোজা থাকবে: সিইসি
প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৫, ০৪:২০ দুপুর

ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের হুঁশ থাকা পর্যন্ত সকল কার্যক্রম একেবারেই সোজা পথে চলবে। বিধি-বিধান ও আইন ছাড়া কোনো কিছুই বাঁকা হবে না।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আরও উন্নতির পথে। তিনি বলেন, “আমরা চাই মানুষ যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। এখন চ্যালেঞ্জ হলো ভোটারদের কেন্দ্রমুখী করা, কারণ অনেকে ভোটকেন্দ্রে যাওয়া ভুলে গেছেন। এজন্য জনসচেতনতা বাড়ানো জরুরি, যেখানে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, অস্ত্রের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। “এআই হচ্ছে বুদ্ধিমত্তার অপব্যবহার। আমরা সাংবাদিকদের চ্যালেঞ্জ হিসেবে দেখি না, কারণ পেশাদার সাংবাদিকরা সবসময় স্বচ্ছ নির্বাচনের পক্ষে কাজ করেন। তবে যারা কোনো প্রশিক্ষণ বা দক্ষতা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতা করেন, তারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে।”
নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসন মিলে একটি ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব। এভাবেই মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা যাবে।”
তিনি জোর দিয়ে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তিন দিনের সফরে রংপুরে গেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
বাংলাধারা/এসআর